ভোলার মমতাময়ী মা এর মৃত্যুতে রাজনৈতিক নেতাদের শোক

জামিল হোসেনঃ
ভোলা সদর উপজেলার ৩ বারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ এর মা আজ সন্ধ্যায় ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল সকাল ন’টায় শিবপুরের গ্রামের বাড়িতে মরহুমার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন জননেতা তোফায়েল আহমেদ ও বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। এছাড়া ভোলা জেরা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক জহরুল ইসলাম নকিব ও সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। এছাড়া ভোলার সমাজিক ও পেশাজীবী সংগঠন তার মৃত্যুতে শোক জানিয়েছেন। ভোলা সচেতন নাগরিক পরিষদের সাধারন সম্পাদক সফিকুল ইসলামও এই মমতাময়ী মা এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
ভোলা নিউজ পরিবারের পক্ষো থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি।

SHARE