মনপুরা প্রতিনিধি #
ভোলা জেলার মনপুরার মেঘনায় লকডাউন অমান্য করে যাত্রী পারাপার করার সময় দুই মাঝিকে আটক করে নৌ-প্রশাসন।পরে আটককৃত দুই মাঝিকে এক মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহি অফিসার বিপুল চন্দ্র দাস।শনিবার বেলা ১১ টায় উপজেলার বিচ্ছিন্ন স্থান চর কলাতলী থেকে চর সামসুদ্দিন নামক স্থানে মেঘনায় ট্রলার সহ মাঝিদের আটক করে নৌ-প্রশাসন।ওই ট্রলারে থাকা ১২ জন যাত্রীদের কলাতলীতে ফেরত পাঠানো হয়। আটককৃত মাঝিরা হলেন,মনপুরা উপজেলার বিচ্ছিন্ন স্থান চর কলাতলীর বাসিন্দা,শাহিন মাঝি (৩২) ও জামাল মাঝি(৩৩)।মনপুরা নৌ- প্রশাসনের কন্টিজেন্ট কমান্ডার ওয়ালী উল্লা জানান,মেঘনায় নিয়মিত টহল দেওয়ার সময় ১২ জনের যাত্রীবাহী ট্রলার আটক করে নৌ-প্রশাসনের সদস্যরা। এবং মনপুরা উপজেলা নির্বহি অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক বিপুল চন্দ্র দাস জানান,লকডাউন ভেঙ্গে মেঘনায় যাত্রী পারাপারের দায়ে আটককৃত দুই মাঝিকে এক মাসের কারাদণ্ড দওয়া হয়েছে।