ভোলার মনপুরায় মাস্ক না পরায় দুই ব্যবসায়ীকে জরিমানা

 

 

 

মোঃ আরিয়ান আরিফ

ভোলার মনপুরায় সচেতনতামূলক অভিযানে মাস্ক না পরায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে উপজেলার ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম মিয়া এ রায় দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভ্রাম্যমান আদালতের একটি দল দুপুরের দিকে মনপুরা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় হাজিরহাট বাজারে অভিযান চালিয়ে ওষুধ ব্যবসায়ী আল-আমিন ও ইলেকট্রনিক্স ব্যবসায়ী আকতারকে দুইশত টাকা করে জরিমানা করা হয়। এছাড়া দক্ষিণ সাকুচিয়া সূর্যমুখী এলাকার মেঘনা নদীর পাড়ে অভিযান চালিয়ে ইয়াছিন সর্দারের অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজারের পাইপ ধ্বংস করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম মিয়া।

SHARE