মনপুরা প্রতিনিধি#
ভোলার মনপুরায় বেজাল ঔষধ বিক্রয়ের ছাড়াছাড়ি বেশির ভাগ দোকানদার ড্রাগ ছাড়া ঔষধ বিক্রয় করা হয়। দ্বীপ মনপুরায় অবহেলিত জনবহুল স্বাস্থ্য সেবা মান নিশ্চিত করতে মনপুরা প্রশাসন ও ঔষধ প্রশাসনকে দায় করছেন বলে জানাযায়।
ঔষধের গায়ের মূল্য না থাকায়, ইচ্ছেমত দাম বিক্রি করা হয় ক্রেতাদের থেকে এমনটা ই জানিয়েছে সাধারন মানুষ। এমন কি মিটফোর্ড থেকে বেজাল,মেয়াদ উত্তির্ন ঔষধ, ও বাতিল ঔষধ বিক্রয় করার অভিযোগও রয়েছে বেশ কয়েকজনের নামে।।
এ বিষয়টি নিয়ে স্বাস্থ্য কর্মকর্তা জানান,আমি এ বিষয়ে উপজেলায় নির্বাহী অফিসার মহোদয়কে জনানি দূরুত্ব ব্যবস্থা গ্রহন করা হবে।
আসছে বিস্তারিত……..