ভোলার মনপুরায় পরিবার পরিকল্পনা সফল সেবা সাপ্তাহ,১দিনেই ইমপ্লান্ট ৩৮

নুরুউদ্দিন আল মাসুদ #
সারা দেশে চলছে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ ২০১৯ ইং,সেবা কর্মসূচি বাস্তবায়নে দ্বীপ মনপুরা জনগনের কাছে কাছে গিয়ে পরিবার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরছেন পরিবার পরিকল্পনা মাঠ কর্মীরা।

সেবা ও প্রচারনার মান যাচাইয়ে মাঠ প্রস্তুত রাখা হয়েছে পঃ পঃ পরিদর্শকদের এবং অতি গুরুত্ব সহকারে পুরো বিষয়টি সর্বক্ষণিক মনিটরিং করছেন উপজেলা কর্মকর্তা ডাঃ আশ্রাফুল ইসলাম। কর্মকর্তা ডাঃ আশ্রাফুল নিজেই মেডিকেল ক্যাম্প পরিচলনা করেন এবং একদিনে ৩৮ জন মহিলা ইমপ্লান্ট সেবা গ্রহন করেছেন বলে জানিছেন,মনপুরা পরিবার পরিকল্পনা অফিসের কর্মচারীবৃন্দ।

প্রতি বছরের ন্যায়ে এ বছর সম্পূর্ন ব্যতিক্রম ভাবে সকল মাঠ কর্মীদের মাঠে সাজিয়ে রাখা হয়েছে বলে জানান সেবা গ্রহনকারীরা। গ্রুপিং করে উঠানবৈঠক,বাড়ীতে বাড়ীতে গিয়ে প্রচারণা ও লিফলেট দিয়ে নব দম্পতিদের পরিবার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরার খবর পাওয়া যায়।

অন্যদিকে উপজেলা অফিসেও সার্বক্ষনিক নব দম্পতি গ্রাহিতাদের জন্য ঔষধাগার ও পন্যাগার খোলা রাখা হয়েছে বলে জানান অফিসের অন্য আরেক কর্মচারীবৃন্দ।।

SHARE