ভোলার মঞ্জু মিয়ার ভাইয়ের ইন্তেকাল শুক্রবার দোয়া

নিউজ ডেস্কঃ

ভোলা নিউজ-১৫.১১.১৮

আধুনিক ভোলার রুপকার, সাবেক মন্ত্রী, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র, (বিজেপী) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম নাজিউর রহমান মুঞ্জুর স্নেহের ছোট ভাই, বর্তমান (বিজেপী) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র ছোট চাচা মজিবুর রহমান (আজাদ) ঢাকা ইউনাইটেড হস্পিটালে শেষ নিঃশাষ ত্যাগ করেন। গতকাল দুপুরে জানজা শেষে ঢাকার বনানী কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক জানিয়েছেন ভোলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন।

আগামী শুক্রবার আছর বাদ মরহুমের উত্তরার বাসায় তার রুহের মাগফেরাত কমনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠি হবে, মিলাদে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মরহুমের শোকার্ত  পরিবার।

SHARE