ভোলার বোরহানউদ্দিন উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

মাসুদ রানা

সেবা শান্তি প্রগতির সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় বোরহানউদ্দিন উপজেলায় আওমীলীগের কার্যালয়ের সামনে বোরহানউদ্দিন উপজেলায় স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিক্ষীত সংগঠনের বোরহানউপজেলার সংগ্রামী সভাপতি মোহাম্মদ আলী হীরা এবং প্রতি ইউনিয়নে শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মোহাম্মদ আলী হিরার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন শেষে করোনা মোকাবেলায় সচেতনতায় গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে বলেন, প্রতিবছর স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন ভাবে আয়োজন করা হয়। কিন্তু দুঃখের বিষয় এই বছর মহামারী করোনার কারণে তা করা হয়নি ,তাই আমরা স্বেচ্ছাসেবক লীগের যারা কর্মী রয়েছি সকলে মিলেমিশে কাজ করে ভোলা ২ আসনের এমপি আলী আজম মুকুলের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মাঠে কাজ করে যাচ্ছি।

SHARE