ভোলার বোরহানউদ্দিনে বাল্য বিবাহ-ইভটিজিং ও মাদক বিরোধী সভা

মোঃমাসুদ রানাঃ
ভোলা -বোরহানউদ্দিন এ পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ে আজ দুপুর ২.৩০ স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআজিজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন,’বোরহানউদ্দিন ছাত্র ও যুব সমাজকে মাদকমুক্ত করার মিশন হাতে রয়েছে। মাদকমুক্ত ছাত্র ও যুব সমাজ গড়তে বোরহানউদ্দিন উপজেলার সর্বস্তরের জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। তাহলেই খুব শিগগিরই মাদকমুক্ত বোরহানউদ্দিন গড়ার এ মিশন সম্পন্ন করা যাবে।’

তিনি আরো বলেন, ‘বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও জুয়া প্রতিরোধে আমরা কাজ করছি। এ সকল অপরাধ দমনে বর্তমানে পুলিশ অধিক গুরুত্ব দিচ্ছে। তাই সকলকে যার যার স্থান থেকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করা বলে উচিত মনে করছি। এ ধরনের অপরাধ দমন করতে বিভিন্ন জায়গায় আমাদের কমিউনিটি পুলিশিং সেবা অব্যাহত রয়েছে।’
তিনি আরো বলেন-কোনো পুলিশ সদস্যও যদি অনিয়ম করে সেখানে তাদের বিরুদ্ধে ও অভিযোগ করতে পারবে সাধারণ জনগন। অভিযোগের ভিওিতে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

SHARE