তরিকুল ইসলাম – বোরহানউদ্দিন প্রতিনিধি।।ভোলার বোরহানউদ্দিনের ছোট মানিকা এলাকার ৪ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় ১ জন আহত হওয়ার ঘটনায় মেজবাহ উদ্দিন ও নুরুউদ্দীন নামে ২ জনকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম।বোরহানউদ্দিন থানায় এজাহার সূত্রে জানা গেছে,গত ২১ জানুয়ারি মোঃ ছালেম নামে এক ব্যক্তি স্থানীয় বাজার থেকে বাসায় যাওয়ার সময়ে পূর্ব শত্রুতার জেরে জমি নিয়ে বিরোধের বিরোধে মেজবাহ উদ্দিন,আশরাফুল,নুর উদ্দীন,রিপন,কাশেম,রেহানা বেগম সহ আরো ২-৩ জন তাকে কুপিয়ে জখম করে রক্তাক্ত করে এবং এলোপাথারি মারধর করে এবং স্বজনরা এসে তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।আহত ছালেমের বাবা জয়নাল সাজি জানান,বর্তমানে ছালেম গুরুতর আহত অবস্থায় রয়েছেন,তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্তব্যরত চিকিৎসক আজ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করেছেন,তিনি এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছেন।বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম বলেন,জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় একজন আহত হয়েছে,আহত ছালেমের বাবা জয়নাল সাজির মামলার প্রেক্ষিতে মেজবাহ উদ্দিন ও নুরুউদ্দীন নামে ২ জনকে আটক করা হয়েছে।
ভোলা নিউজ / টিপু সুলতান