ভোলার বোরহানউদ্দিনে জমি দখলের চেষ্টায় রিজভান গংদের উপর প্রকাশ্য হামলায় আহত- ১৫

 

 

 

বোরহানউদ্দিন প্রতিনিধিঃভোলার বোরহানউদ্দিনে শনিবার সকালে রিজভান গ্রুপের ভোগ দখলীয় জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠছে প্রতিপক্ষ বাহার গংদের বিরুদ্ধে। এ ঘটনায় সৃষ্ট সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ২০জন আহত হয়েছে। আহতরা ভোলা ও বোরহানউদ্দিন হাসপাতলে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শী ও রিজভান বাকলাই জানান, বড় মানিকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ ফায়ার সার্ভিসের সাথে বড় মানিকা মৌজার আর এস খতিয়ান ১৬২৫, দাগ ৬৩০৯, এস এ ৪৭৩, বিএস ৩৬৬৩, দাগ ৭০৮৬ এ মোট ২৭ শতাংশ জমি রিজভান গ্রুপের ভোগ দখলে রয়েছে। ওই জমি তারাই বালুরঘাট করেছে। শনিবার ভরাট কৃত জমিতে বাউন্ডারি স্থাপনা করতে গেলে বাহার বাকলাই, হুমায়ুন, আজাদ, সেরু, নিজাম,সফিজল সহ ১২/১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রসহ তাদের উপর হামলা করেন এমন অভিযোগ রিজভানের। তাদের হামলায় রিজভান গ্রুপের রিজভান বাকলাই,নোমান,বিবি মরিয়ম, মুক্তা বেগম, মমিন,সাহারা বেগম, জোবেদা বেগম, মোসলেহ উদ্দিন, আজগর হোসেন রাজা,অলিউর রহমান, রাজমিস্ত্রি রবি আলম, পারভেজ, শাকিল, জাহাঙ্গীর ও ট্রাক ড্রাইভার রিয়াজ আহত হন। আহতদের মধ্যে কয়েকজন বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।এদিকে প্রত্যক্ষদর্শী আবু বাকলাই জানান, ওই ২৭ শতাংশ জমি রিজভান গ্রুপের ভোগ দখলে রয়েছে। যা শনিবার সকালে বাহার গ্রুপ জোরপূর্বক ওই জমি দখল করতে গিয়ে প্রতিপক্ষের উপর হামলা করে তাদের লোকজনকে আহত করে।অন্যদিকে বাহার বাকলাই এর সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান, দু গ্রুপের মধ্যে মারামারি হয়। দু গ্রুপের লোকই আহত হয়।

SHARE