ভোলার বোরহানউদ্দিনে চাঁদা দাবীতে বোমা মেরে উরিয়ে দেওয়ার হুমকি ” র‍্যাবের হাতে আটক- ২।।

মানুদ রানা বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কুঞ্জের হাট বাজারের বিশিষ্ট ডেউটিন ব্যবসায়ী নুরে আলম ফরাজির কাছ থেকে নগদ ৩০ লক্ষ টাকা চাঁদা দাবিতে হত্যা করাসহ বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বোমা মেরে উরিয়ে দেওয়া হবে বলে হুমকির অভিযোগে দুই জনকে আটক করেছে র‍্যাব -৮। তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আব্দুল হাসিমের ছেলে হাসান ( ২৪) ও আবুল কালামের ছেলে নুরে আলম (৪৫)কে আটক করেছে র‍্যাব। শনিবার রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে র‍্যাব- ৮ এর ভোলা ক্যাম্পের ডিএডি মোঃ আবুল কালাম আজাদ, এসআই কবিরসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। গত -০১-১০-২০২২ ইং তারিখে থেকে মোবাইল ফোনে এসব হুমকি দেওয়া হয়। ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকিসহ বোমা মেরে উরিয়ে দেওয়ার হুমকির ঘটনায় কুঞ্জের হাট বাজার ব্যবসায়ী নুরে আলম ফরাজি বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যাহার নং-৩৭, তারিখ ০১-১০-২০২২ ইং। ও র‍্যাব -৮ এর ভোলা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন। পরে চাঁদা দাবী ও হত্যার হুমকিসহ বোমা মেরে উরিয়ে দেওয়ার হুমকি চলমান থাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে র‍্যাব। এ ঘটনায় নুরে আলম ফরাজী বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, দুইজন আটক আছে। তদন্তকরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোলা নিউজ/টিপু সুলতান

SHARE