স্টাফ রিপোর্টার :- সুপারী পাড়া কে কেন্দ্র করে তিনজন আহত হয়েছেন।বৃহস্পতিবার দুপুরে ভোলার বাপ্তার মুসাকান্দি গ্রামের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মোফাজ্জল হোসেন পাটোয়ারী (৮০),সালেহা বেগম (৬০) ও মোহাম্মদ লিটন (২৮)। এ ব্যাপারে মোহাম্মদ শাহিন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-৪৪। আহত মোফাজ্জল হোসেন বলেন, আমার সুপারি বাগান থেকে হামিদ নামের একটি ছেলেকে সুপারি চুরি করতে দেখে আমি তাকে বাধা দিলে সে আমার দিকে তেরে আসে। আমাদের দুজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায় তার আত্মীয় মন্নান,শামিম,আজাহার ও কালু মেম্বার আমাকে পিটিয়ে আহত করে। আমাকে আমার স্ত্রী সালেহা ও ছেলে লিটন উদ্ধার করতে আসলে তাদের উপরও লাঠি ও দা দিয়ে আঘাত করে। পরে ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। তবে লিটনের অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে ভোলা সদর মডেল থানায় অভিযোগ করলে পুলিশ তিনজনকে আটক করেছে বলে জানা গেছে।ঘটনাস্থলে কালু মেম্বার গংদের সাথে কথা বলার চেষ্টা করলেও কাউকে পাওয়া যায়নি। এবং কালু মেম্বারের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ভোলা নিউজ / টিপু সুলতান