ভোলার প্রতিটি ঘরে ঘরে নতুন এসপির লিপলেট

মনজু ইসলামঃ
ভোলায় পুলিশে কনেস্টেবল নিয়োগ পরিক্ষা নিয়ে নূতন যোগদান করা পুলিশ সুপার ঘরে ঘরে লিফলেট বিতরণ করেছেন। অবৈধ লেনদেন থেকে বিরত থাকতে সতর্ক করছেন প্রতিটি অভিবাবকে। ভোলায় কনেস্টেবল নিয়োগ পরিক্ষায় কোন প্রকার তদবির বরদাস্ত করা হবে না। ২৬ তারিখের নিয়োগ পরিক্ষা হবে সুষ্ট ও নিরপেক্ষ। গতকাল ভোলা জেল সচেতন নাগরিক পরিষদের নেতাদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়ে কালে ভোলায় সদ্য যোগদান ৎকরা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এসব কথা বলেন। তিনি ভোলার অভিবাবকদের এবারের নিয়োগ পরিক্ষায় কোন প্রকার প্রতারিত না হওয়ার জন্য অনুরোধ করেছেন। সাথে সাথে মাদকের বিরুদ্ধে তার জেহাদ অব্যাহত রাখার ঘোষনাও দিয়েছেন নয়া পুলিশ সুপার। শুধু ক্যারিয়ার নয় এবার মদকের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। সুশাসনের দিকে সর্বোচ্চো নজড় দেয়া হবে। এসময় পুলিশ সুপারের সহ উপস্থিত ছিলেন, এডিশনাল এসপি শাফিন মাহমুদ,সচেতন নাগরিক পরিষদের সভাপতি জিপি নুরুল আলম নুরনবী, সাধারন সম্পাদক ভোলার প্রতিবাদি বিবেক মোঃ সফিকুল ইসলাম সফি, নারি ও শিশু নির্যতন দমন ট্রাইবুনালের পিপি গোলাম মোরশেদ কিরন তালুকদার, সদর উপজেল আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, ভোলা নিউজের প্রধান সম্পাদক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, এডভোকেট রিপন, ভোলা নিউজের প্রকাশক ডভোকেট মনিরুল ইসলাম, এডভোকেট মামুনুর, যুগান্তর প্রতিনিধি এম হেলাল উদ্দিন,জনতার বনী সম্পাদক এম রহমান রুবেল, ভোলার বনীর সাংবাদিক জামিল হোসেন ও সাংবাদিক আরিফুর রহমান এসময় উপস্থিত ছিলেন। এছাড়া প্রশাসনের পক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে আরো উপস্থিত ছিলেন ভোলা সদর থানার ওসি ছগির মিয়া ও ওসি ডিবি সহি দুল ইসলাম। পুলাশ সুপার নিযোগ পরিক্ষার সচ্ছতার খবরটি ভোলার প্রতিটি অভিবাবকের কাছে পৌছো দেয়ার জন্য সচেতন নাগরিক পরিষদের প্রতি অনুরোধ জানিয়েছেন। এসময় সম্পাদক সফিকুল ইসলাম বলেন, শান্ত ভোলার শান্তি প্রিয় মানুষ গুলো আপনাদের কাছে সুধু সুশাসনেন নিশ্চয়তা চায়। আনার সকল ভালো কাজে ভোলা সচেতন নাগরিক পরিষদ পাসে থাকবে।

SHARE