ভোলার পূজা উদযাপন কমিটির সভাপতি শান্ত ফের নির্বাচিত।।

টিপু সুলতান।। মনোষ ঘোষ শান্ত সভাপতি, জয় দে সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক মিঠুন চন্দ্র দে, কোষাধ্যক্ষ সুধন চন্দ্র দে করে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষনা করা হয়। শুক্রবার শহরের নতুন বাজার জেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে সদর উপজেলা পূর্জা উদযাপন কমিটি গঠন উপলক্ষে এক সভায় দু’বছর মেয়াদি এ নতুন কমিটি ঘোষনা করা হয়। সভায় আগামী সাত দিনের মধ্যে নবগঠিত কমিটির পূর্নাঙ্গ রূপ দেয়ার নির্দেশ দেওয়া হয়। অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী গৌরাঙ্গ চন্দ্র দে, সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, সহ-সভাপতি বিকাশ মজুমদার,সহ-সভাপতি কান্তি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রবিশ্বর হাওলাদার, ভোলা জেলাহিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব বিক্রম রায় কর্মকার, সাংগঠনিক সম্পাদক প্রণয় সাহাসহ সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ।।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE