ভোলার পশ্চিম ইলিশায় বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু

আকতারুল ইসলাম আকাশ,

ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের পক্ষিয়া গ্রামের বিষাক্ত সাপের কামগড়ে  নাছির মাঝি (৩৫) এক যুবকের মৃত্যূ হয়েছে।

গতকাল (২১ অক্টোবর) রবিবার দুপুর বেলা ১ টার দিকে নিজের গৃহপালিত পশু গরুর জন্য ঘাস কাটতে পাশের জমিতে যান। ঘাস কাটাতে কাটতে এক পর্যায়ে হঠাৎ করে ঘাসের মধ্য লুকিয়ে থাকা বিষাক্ত সাপ ছোবল দেন তাকে।

পারিবারিক সূত্রে জানায়, সাপে কামড় দিয়েছে ব্যাপারটি আমাদের কাছে বলেছেন। কিন্তু তার সমস্ত শরীর কালো হয়ে গেছে ও মুখ দিয়ে লালা পড়ছে। তাৎক্ষণিক চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে থাকা কর্তব্যরত চিকিৎসক ভ্যাকসিন না থাকায় বরিশাল নিয়ে যেতে বলেন। পরে বরিশাল নেওয়ার পথে ভেদুরিয়া ফেরিঘাটে স্পিড বোর্ডঘাটে মারা যান।

 তার দাম্পত্য জীবনে  নাহিদ (৭)  ও মেয়ে সামিয়া আক্তার এরা দুই ভাই বোন স্থানীয় চর পক্ষিয়া প্রাথমিক সরকারি বিদ্যালয়ের পড়াশুনা করে।

(আল-আমিন এম তাওহীদ, ২২অক্টোবর-২০১৮ইং)

SHARE