স্টাফ রিপোর্টারঃআদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের বাঘারহাট বাজারে বিরোধীয় জমিতে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। নিষেধাজ্ঞ উপেক্ষা করে গোপনে রাতের আধারে ভবন নির্মান কাজ করছে স্থানীয় ইসমাইল হাওলাদার গং। তবে অভিযোগ অশিকার করেছে অভিযুক্তরা। পরে বিষয়টি নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও এখনো সমাধান হয় নাই বলে যানা গেছে ।ঘটনা সুত্রে জানা যায়, পশ্চিম ইলিশা বঘারহাট বাজারের বাসিন্দা সাইমুন আমিন মন্টি গং ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চর পাঙ্গাসিয়া মৌজার বাঘারহাট বাজার এলাকায় ৩০ নং তৌজি, জে এল নং -৬৩ ও ১৮০ নং এস.এ খতিয়ানতে ৪৩৭ নং দাগে জমি ক্রয় করে। উক্ত জমির মালিকানা নিয়ে একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে ইসমাইল হাওলাদার গংদের সাথে সাইমুন গংদের বিরোধ চলছিল। বিরোধীয় জমিতে গত বছরের শুরুতে ইসমাইল হাওলাদার গং পাকা ভবন র্নিমান কাজ শুরু করে।বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করার পরেও সমস্যার সমাধান না হওয়ায় বিরোধীয় জমির মালিকানা দাবিদার সাইমন আমিন মন্টি বাদ হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আদালতে মামলা দায়ের করলে আদালত মামলা নিস্পত্তি না হওয়া প্রযন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিরোধীয় সম্পত্তিতে নিষেধাজ্ঞা জারি করে। আদালত নিষেধাজ্ঞা জারি করার পর কয়েক মাস ভবন নির্মাণের কাজ বন্ধ থাকলেও কিন্তু অপর পক্ষ ইসমাইল হাওলাদার গং আদালত এর আদেশ অমান্য করে বিরোধীয় সম্পত্তিতে ভবন নির্মান কাজ পুনরায় শুরু করে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।