ভোলার নতুন নারীশিশু জজ আনোয়ারুল হক।।

 

আদালত প্রতিবেদকঃ মোঃ আনোয়ারুল হক ভোলার নতুন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের জাজ হিসাবে নিয়োগ পেয়েছেন।এর আগে তিনি রাজশাহী বিভাগের নাটোর জেলার চীফ জুডিশিয়াল হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। চীফজুডিসিয়াল থেকে জেলা জজ পদে পদায়ন পেয়ে তিনি ভোলার নারীশিশু আদালতে জেলা জজ হিসেবে প্রথম নিয়োগ পেলেন। এদিকে গতকাল ভোলার বিচার বিভাগ এতো দিন ধরে সুনামের সহিত সফলতার সাথে দায়িত্ব পালন করে আসা নুরুল আলম মোহাম্মদ নিপু কে বিদায় দিয়েছে। তবে কবে থেকে নতুন জাজ বিচার কাজ শুরু করবেন তা এখনো জানা যায়নি। এদিকে নুরে আলম নিপুকে সিলেটের শ্রম আইন আদলতের জেলা জজ হিসেবে বদলী করা হয়ছে

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE