মোঃ আরিয়ান আরিফ
ভোলার দৌলতখান উপজেলার নং মেদুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ২০১৮-২০১৯ অর্থবছরে ৩২ লাখ ৩৯ হাজার ৮১৫ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হলেও রাস্তায় মাটি ভরাট না করার কারণে ওই ব্রিজটি এলাকাবাসীর কোনো কাজেই আসছে না। ব্রিজের উপরে উঠতে হলে মই ব্যবহার করতে হয়। জানা যায়, গত ২০১৯ সালের শেষদিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলার মেদুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নাইব বাড়ীর দক্ষিণ পার্শ্বের কমিউনিটি ক্লিনিকের রাস্তার খালের উপর ৩৬ ফুট লম্বা একটি ব্রিজ নির্মাণ করা হয়। মেসার্স সামাদ এন্টারপ্রাইজ, মোহাম্মদপুর, ঢাকা কাজটি বাস্তবায়ন করে। ব্রিজ নির্মাণের পর থেকে প্রায় দুই বছর আতিবাহিত হলেও ব্রিজের দুই পাশে প্রয়োজনীয় মাটি না থাকায় এবং নির্মিত ওই ব্রিজের রাস্তা সংস্কার না করায় নবনির্মিত এ ব্রিজটি এলাকাবাসী ব্যবহার করতে পারছেন না। ফলে ব্রিজের সাড়ে ৩২ লাখ টাকা সরকারের অপচয় হয়েছে বলে এলাকাবাসী মনে করে।ওই রাস্তার সংস্কার কাজ প্রসঙ্গে উপজেলার মেদুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলায়েত হোসেন বলেন, ব্রিজের কাজ শেষ হয়েছে প্রায় এক বছর হয়েছে। এই সময়ের মধ্যে আমি একাধিকবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে এবং আমার ইউনিয়নের চেয়ারম্যানের কাছে রাস্তাটি সংস্কারের জন্য অনুরোধ করেছি। আমি তাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছি ২ থেকে ৩ লাখ টাকার মাটির কাজ করলে রাস্তাটি দিয়ে আমার এলাকার মানুষ ও যানবাহন চলাচল করতে পারবে।পিআইও সাহেব ও আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ওই রাস্তাটি সংস্কারের আশ্বাস দেন। আমি দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। রাস্তা না হলে এত টাকা দিয়ে ব্রিজ করে কি লাভ হলো।