ভোলার তারুন্যের প্রতিক ইসমাইল ব-দ্বী ফোরাম সভাপতি

: ব-দ্বীপ ফোরামের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভোলা সদর উপজেলার কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে মোঃ ইসমাঈল হোসেন (মুন্না)কে সভাপতি,মোঃ রাকিবুল আলম কে সাধারণ সম্পাদক এবং এম শরীফ আহমেদ কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

গত মাসে এই কমিটি খসড়া করা হয়। সর্বশেষ ২৫ আগস্ট শুক্রবার ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি চূড়ান্ত ঘোষণা করা হয়।

এছাড়াও কমিটিতে মোস্তাফিজুর রহমান মিশুক,সানজিদুল ইসলাম শুভ ও ইউসুফ সোহেল কে সহ-সভাপতি। মোঃ রমিজ উদ্দিন রাজা,হারুন হাওলাদার শিমুল, বিল্লাল হোসেন,মোঃ আজিজুর রহমান মিরাজ কে যুগ্মসাধারণ সম্পাদক।সুলায়মান মামুন ও নূরনবী হাওলাদার মনিরকে সহ-সাংগঠনিক।

আজিজুর রহমান কে ক্যাশিয়ার। মোঃ মেহেদী হাসান কে দপ্তর সম্পাদক। আহিয়াদিনি সিফরাত মারিয়া (মিতু) কে মহিলা বিষয়ক সম্পাদিকা।আবদুল হাই মিজান কে পরিবেশ বিষয়ক সম্পাদক। নূর হোসেন গোলদার কে সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক।

আশিকুর রহমান শান্ত কে তথ্য বিষয়ক সম্পাদক। মোঃ মাহে আলম, মনিরুল ইসলাম কে নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়।

উল্লেখ্য,ব-দ্বীপ ফোরাম একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১১ সালে এই সংগঠনটির যাত্রা শুরু। প্রতিষ্টার প্রথম থেকেই সংগঠনটি ভোলার সমস্যা সম্ভাবনা এবং শিক্ষা নিয়ে কাজ করে আসছে। মোঃ ইসমাইল হোসেন মুন্নাসহ নবনির্বাচিত সকল সকলকে অভিনন্দন জানিয়েছে ভোলা নিউজ পরিবারসহ জেলার সাহিত্য সামাজিক সংগঠন সমুহ।

SHARE