নিউজ ডেস্কঃ
ভোলা নিউজ-১৫.০৮.১৮
জাতিয় শোক দিবস উপলক্ষে শোক জানিয়েছেন ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক ভোলা জেলা সচেতন নাগরিক পরিষদের সম্পাদক জেলা যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির আহব্বায়ক ও ভোলা জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম। আজ ভোলা নিউজে পাঠানো এক শোক বার্তায় তিন বলেন, বঙ্গবন্ধু কোন ব্যাক্তির নাম নয় বঙ্গবন্ধু একটি ইনিস্টিটিউটের নাম আর এটি হলো একটি প্রেরনার শক্তি সমষ্টি। আর এই শক্তির কোন ধ্বংশ বা বিনাশ নেই শুধু মাত্র এক রুপ থেকে অন্যরুপে রুপান্তরিত হয়। তেমনি ঘাককের বুলেটের আঘাতে একটি ইনিস্টিটিউটকে ধ্বংশ বা বিনাশ করা যায়না। আজ শেই প্রেরণার শক্তি বাংলাদেশকে পরিনত করেছে একটি কার্যকর সাবলম্বি রাষ্ট্রে। আমরা সকল শোককে শক্তি সমষ্টিতে রুপান্তরিত করে দেশগড়ায় প্রত্যয়ে নিজেদের আত্ন নিয়োগ করতে পরি আজকের এই দিনে বঙ্গবন্ধুসহ নিহত সকলের রুহের মাগফেরাতসহ এই কামনাই করি মহান আল্লাহর পবিত্র দরবারে।