ভোলার চরফ্যাশনে মাস্ক না পড়ায় ২৬ জনকে জরিমানা

 

 

 

মোঃ আরিয়ান আরিফ

ভোলার চরফ্যাশন উপজেলায় করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউয়ের ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব মেনে না চলায় ও মাস্ক না পরায় ২৬ জনকে জরিমানা করেছেন ভ্রম্যমাণ আদালত। তাদের মোট ৪২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।শুক্রবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চরফ্যাশন বাজারের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম রুহুল আমিন।জরিমানাপ্রাপ্ত ২৬ জনের মধ্যে চরফ্যাশন বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষ রয়েছে৷ তাদের মধ্যে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘করোনায় আক্রান্তের সংখ্যা না কমলেও মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা একেবারেই কমে গেছে৷ আসছে শীতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে৷ তাই করোনাস বিস্তার রোধে নিজে এবং পরিবারকে সুস্থ রাখতে সকলকে মাস্ক ব্যবহার করতে হবে৷ আর এ জন্যই মাঠ পর্যায়ে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।’

SHARE