আরিয়ান আরিফঃ ভোলা চরনোয়াবাদের ঐতিহ্যবাহী ক্লাব “যুব সংঘের” উদ্যোগে টেপ টেনিস গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫ জানুয়ারি) উত্তর চরনোয়াবাদ ৪ নং ওয়ার্ড মোল্লা হাউজিং মাঠে ফাইনালে শামিম স্মৃতি সংঘ ক্লাব কে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দুরন্ত স্পোটিং ক্লাব । প্রথমে শামিম স্মৃতি সংঘ ক্লাব ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ করেন।দলের পক্ষে রাহা সব্বোর্চ ৬৯ রান করে। এছাড়াও মাহি ২৭ রান করে।দুরন্ত স্পোটিং ক্লাবেরর পক্ষে শাওন ৩/৩৭ উইকেট লাভ করে।জবাবে ১৯২ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারের ৬ উইটেক হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায় দুরন্ত স্পোটিং ক্লাব।দলের পক্ষে তানভীর অপরাজিত ৬১ ও মুকুল অপরাজিত ১৬ করে।শামিম স্মৃতি সংঘ ক্লাবের পক্ষে পারভেজ ৩/১৮ উইকেট লাভ করে।খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তানভীর ও ম্যান অব দ্য টুনামের্ন্ট হয়েছে মোঃ ইমরান।খেলা শেষে বিজয়ী দের মাঝে পুরষ্কার বিতরন করেন ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জনাব ইয়ারুল আলম লিটন,যুব সংঘ ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি শহিদুল আলম মানিক,যুব সংঘ ক্লাবের সাধারন সম্পাদক কবির হোসেন,ভোলা জেলা ক্রিড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক জনাব মোনতাসির আলম রবিন চৌধুরী, ভোলা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক জনাব তানভীর হায়দার রাজিব চৌধুরী, নির্বাহী সদস্য সাইফুল আলম বাবু , যুব সংঘ ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক জাকির হোসেন মনির, ভোলা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শওকত হোসেন, জনাব আবু তাহের,জনাব ওমর ফারুক,জনাব আসাদ হোসেন জুম্মান,ছাত্রনেতা মোহাম্মদ সাজ্জাদ হোসেন মুন্না, জি, এম ছানাউল্লাহ প্রমুখ। “খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে মাঠে চল” এই শ্লোগানকে সামনে রেখে গত ১৪ই নভেম্বর চরনোয়াবাদের ঐতিহ্যবাহী ক্লাব “যুব সংঘের” আয়োজনে টুর্নামেন্টে মোট ১০ টি দল অংশগ্রহন করে।