আমজাদ:-
ভোলার চরস্যামাইয়ায় চোরা কবুতর বেচা কেনায় বাধা দেওয়ায় আনোয়ার নামে এইচএসসি পরিক্ষার্থী কে কাচ দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া যায়।
০৭/০২/২০ ইং তারিখে সকাল ১১ টার সময় চরসামাইয়া ইউনিয়ের ৪ নং ওয়াডের মসজিদ মার্কেটে শাহাবউদ্দিনের চার দোকানে এই ঘটনা ঘটে।
আহত আনোয়ার জানান, মফিজের ছেলে সজিব চরসামাইয়ার যত চোরাই কবুতর আছে সে সব কবুতর কিনে আর আমি সেই চোরাই কবুতর কিনতে বারন করলে সজিব আমার দিকে ধেয়ে আসে এক পর্যায় সজিবের সাথে আমার বাকবিতন্ড হয়। বাকবিতন্ড দুই জনের মধ্য হাতা হাতি হলে সজিব শাহাবউদ্দনের চা দোকান থেকে কাচ নিয়ে আমার মাথায় আঘাত করে এক পর্যায় আমি আমার মাথা কাইত করলে নাগে আর চোখে লাগে এবং তার কাচের আঘাতে আমার নাক দ্বি খন্ডিত হয়ে যায়। আমাকে সেখান থেকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করান।
আহত আনোয়ারের বাবা জানান আমার ছেলেকে মারার জন্য পরিকল্পনা করা হয়েছে আল্লাহ বাচাইছে।
সজিব একজন মাদক খোর এবং এলাকার উচ্ছশৃখংল বকাটে তার অত্যাচারে অতিস্ট এলাকার যুব তরুন সমাজ।
সজিবের নামে পরিষদের অনেক অভিযোগ চেয়ারম্যান বরাবর দিয়েছে চেয়ারম্যান বিষয়টি দেখবে বলছে।
এদিকে বিবাদি সজিবের বাবা মজিব বলেন, আমার ছেলে যেটা করেছে সেটা অন্যায় করেছে। এবং এটা অমানবিক আমি আমার ছেলের পাষন্ড এই কাজের বিচার করবো।
চরসামাইয়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বর বলেন, বিষয়টি জেনেছে খুব দুঃখজন তবে আমি হাসপাতালে যাব দেখি কি করা যায়।
ভুক্তভোগিরা জানান, ভোলা থানায় অভিযোগ দিব প্রস্তুতি চলছে।