সদর প্রতিনিধি।। ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম পিপিএম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে চেয়েছেন– ভোলা চরফ্যাশন রোডে সবচেয়ে নিরাপদ গন পরিবহন কোনটি? তার এই প্রশ্নের উত্তরে সাধারন মানুষের ভাবনা ও মতামত জানার চেষ্টা করেছেন ভোলা নিউজ। সেখানে বেশির ভাগ মানুষ একটি কথাই বলেছেন, ট্রাফিক আইন মেনে গতি নিয়ন্ত্রণ করলে প্রতিটি গন পরিবহন ই নিরাপদ। তবে বেশির ভাগ মানুষ বলেছেন ভোলা চরফ্যাশন সড়ক স্বাধীনতার পর থেকে তেমন কোন পরিবর্তন হয়নি। এই রাস্তাটি জেলার ৭ টি উপজেলার যোগাযোগের একমাত্র রাস্তা হলেও এর আকারের কোন পরিবর্তন হয়নি গত ৫ দশকে। অথচ পরিবহন সংখ্যা বেড়েছে শতগুনের বেশি। সাধারন মানুষ মনে করছেন এই একমাত্র সড়কটি প্রশস্থ করে জেলার কৃষি পন্য পরিবহনের জন্য আরো একটি বিকল্প সড়ক তৈরী করলেই জেলার সড়কে গনপরিবহন চলাচল নিরাপদ হবে। এ ছাড়া রোজার ঈদ তথা ঈদ উল ফিতরের আগে রাস্তা সংস্কার না করলে আরো বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। লতবে অনেকে বাস ও মিনি বাস কে চরফ্যাশন ভোলা সড়কে বেশি নিরাপদ মনে করলেও তারা জানিয়েছেন গত ৪ দশকে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছে এই দুটি গন পরিবহনেই। যার ধারে কাছেও অন্য পরিবহন নেই।সেক্ষেত্রে সড়ক প্রশস্ত ও গন পরিবহনের গতি নিয়ন্ত্রন ও ট্রাফিক আইন মেনে চললেই সবগুলো গন পরিবহন নিরাপদে যাত্রি পারিবহনে সক্ষম হবেন।
ভোলা নিউজ / টিপু সুলতান