ভোলার ইসলামিয়া কমপ্লেক্সকে ১০লক্ষ টাকা দিলেন রাছেল মাহমুদ

ইয়ামিন হোসেনঃ

ভোলা নিউজ-২২.০৯.১৮

ভোলা সদর উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চরনোয়াবাদ ইসলামিয়া কমপ্লেক্স ও মাদ্রাসার ছাত্রদের জন্য ২য় তলা ভবন নির্মাণের জন্য ১০ লক্ষ টাকা অনুদান দিলেন ভোলা বন্ধুজন পরিষদের সমন্নয়ক ও সমাজসেবক রাছেল মাহমুদ।

শুক্রবার (২১শে সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদ্রাসার অফিস কক্ষে এক জরুরী বৈঠকে কমিটির হাতে এই অনুদান দেন রাছেল মাহমুদ।

রাছেল মাহমুদ জানান, ভোলার সবচেয়ে সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চরনোয়াবাদ ইসলামিয়া কমপ্লেক্স ও মাদ্রাসার এতিম শিশুদের জন্য ২য় তলা একটি ভবন নির্মাণের জন্য ১০ লক্ষ টাকা অনুদান দিয়েছি এবং এই ভবনটি আমার মাতা মমতাজ বেগম এর নামে নাম করা হবে।

এই সময় জরুরী বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান নির্বাহী মিয়া মোঃ ইউনুছ, সমন্বয়কারী আসিফ আলতাফ,আলতাজের রহমান কলেজ এর অধ্যক্ষ জাহানজেব আলম চৌধুরি, আলী নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়াজীসহ মাদ্রাসার কমপ্লেক্স এর সদস্যও শিক্ষকবৃন্দ।

SHARE