ভোলার ইলিশা সমাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

 

মোঃ আরিয়ান আরিফ।।

একতা মানবতা সেবা এই স্লোগানে ভোলার সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নে ইলিশা সমাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে ইলিশা বাজারস্থ মুরাদ ছবুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিচে সামাজিক দূরুত্ব বজায় রেখে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইলিশা সমাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠনের পরিচিতো সভা এবং দীর্ঘদিনের কার্যক্রমের বিবরণ দিয়েছেন ও আগামী দিনেও সেচ্ছাসেবী তরুণদের পাশে থাকার জন্য আমন্ত্রিত অতিথিদের আহ্বান করেছেন সংগঠনের সদস্যরা।
সহ সভাপতি ইকবাল হোসেন রাজুর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক হাছনাইন আহমেদ হাছান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক সরোয়ার্দী মাষ্টার, সহ সভাপতি হোসেন মিয়া, সাইদ আলী জমাদার, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বাবুল, নৌ পুলিশের ওসি সুজন পাল, ইলিশা ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন কুমার,কাচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল হাই সবুজ, ভাষা শহীদ কলেজ এর অধ্যক্ষ জশিম উদ্দিন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান হোসেন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেন, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ফখরুল মাল, তৈয়বা খাতুন মডেল একাডেমীর সহকারী প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম, গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সরদার কামাল হোসেন, রফিকুল ইসলাম, মুরাদ ছবুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,ইলিশা ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন, এ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি জাকির হোসেন মিলন, আওয়ামীলীগ নেতা জিলন খান, ইলিশা ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সাজু মেম্বার, ৫নং ওয়ার্ডের সভাপতি খালেক, ৯নং ওয়ার্ডের সভাপতি জলিল সিকদার, সাধারন সম্পাদক আবুল কালাম সেন্টু, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক জশিম হাওলাদার, ২নং ওয়ার্ডের সভাপতি লাল মিয়া, সাধারণ সম্পাদক আলমগীর ডাক্তার, জামাল গাজী, খোকন,ভোলা মানব কল্যাণ যুব সংঘের আহ্বায়ক ইয়ারুল আলম হেলাল, যুগ্ম আহ্বায়ক আরিয়ান আরিফ, সংগঠনের সহ সভাপতি ফিরোজ ভুলাই, সাইফুল ইসলামসহ ইলিশা সমাজ কল্যান সেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ ২০১৯ সালের ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়ে এক ঝাক তরুন নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন সংগঠনের সদস্যরা।

SHARE