ভোলা নিউজ রিপোর্ট।। ভোলা জেলা আইনজীবী সমিতির বারবার নির্বচিত সাধারণ সম্পাদক, জিপি এডভোকেটনুরুল আমিন নুরনবী আজ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। মোটর বাইক ড্রাইবার দ্রুত গতিতে আঘাত করলে তাৎক্ষনিক তিনি রাস্তার পাসে পরেযান। পথচারিরা উদ্ধার করে তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তাররা বরিশাল সেবাচিমে রেফার করেন। বর্তমানে সে বরিশালের পথে রয়েছেন।