নিজস্ব প্রতিবেদক।।চরফ্যাশনে ছয় বস্তা হাঙরের শুঁটকিসহ আটক দুই ব্যবসায়ী।ভোলার চরফ্যাশনে বকশি লঞ্চঘাট এলাকা থেকে ছয় বস্তা হাঙর মাছের শুঁটকিসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে বন বিভাগ।বুধবার (১০ জানুয়ারি) বন আইনে মামলার পর আটক দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার কলমি ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বকশি লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।গ্রেপ্তার দুই ব্যবসায়ী হলেন মো. ইদ্রিস ও মো. মোতালেব। ইদ্রিস মহিপুর লতা চাঁদলী ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মোতালেব পটুয়াখালী খেজুয়া মহিপুর এলাকার বাসিন্দা। চরফ্যাশন থানার দায়িত্বরত ডিউটি অফিসার এএসআই সোহেল এসব তথ্য নিশ্চিত করেছেন।চরফ্যাশন রেঞ্জ কর্মকর্তা আব্দুস ছালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বকশি লঞ্চঘাট এলাকায় খালের পাড় থেকে ছয় বস্তা হাঙরের শুঁটকি জব্দ ও দুজনকে আটক করা হয়। পরে দুজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে চরফ্যাশন থানা হেফাজতে রাখা হয়। অবৈধ হাঙর মাছের শুঁটকিগুলো তার জিম্মায় রাখা হয়েছে
ভোলা নিউজ / টিপু সুলতান