মোঃ আরিয়ান আরিফ
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ১৮ জন জেলেকে জরিমানা ও জেল শাস্তি দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ভোলা সদর ও মনপুরা উপজেলার মেঘনা নদী থেকে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এদের মধ্যে ১২ জেলেকে ১ বছর করে কারাদণ্ড ও বাকি ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম জানান, সকাল থেকে মৎস্য বিভাগের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে একাধিক দল মেঘনা তেঁতুলিয়া নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মেঘনা নদীর চরফ্যাশন এলাকা থেকে ১২ জেলেকে ও মনপুরা এলাকা থেকে ৬ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ১২ জেলেকে এক বছর করে কারাদন্ড ও বাকি ছ৬ জেলেকে ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।