ভোলায় শেলটেক’ কর্মচারীর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল।।

 

ভোলা প্রতিনিধি।।
ভোলায় শেলটেক সিরামিক লিমিটেড এর টেকনেশিয়ান নাজমুল হাসানের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর জেলা জুড়ে বইছে সমালোচনার ঝড়।

নাজমুল হাসান রাজশাহী জেলার বাসিন্দা। বিগত কয়েকবছর ধরে তিনি ভোলা সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নে অবস্থিত শেলটেক সিরামিক লিমিটেড এর টেকনিশিয়ান হিসেবে কর্মরত আছেন।

ফেসবুকে ছড়িয়ে পরা ১৩ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, একটি বাসায় বসে নাজমুল ইয়াবা সেবন করছেন। এসময় তাঁর সঙ্গে আরও এক যুবককে ইয়াবা সেবন করতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নাজমুল হাসান এবং ওই কোম্পানির আরো দুই কর্মচারী রাজন ও তামিম নিয়মিত ইয়াবা সেবন করে আসছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কোম্পানির এক কর্মচারী জানান, নাজমুল ইয়াবা সেবনের পাশাপাশি তার সঙ্গীয় রাজন ও তামিমসহ ওই এলাকায় হাট বসিয়ে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছেন। কোম্পানির প্রতিনিধি এ বিষয়ে তাকে একাধিকবার সর্তকও করছেন। এরপরও তাদেরর মাদক সেবন ও বিক্রি বন্ধ হয়নি।

ভাইরাল ভিডিওর বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নাজমুল ভিডিওটি তাঁর বলে স্বীকারও করেছেন।

এ বিষয়ে কথা হলে শেলটেক সিরামিক লিমিটেড এর প্রশাসনিক ইনচার্জ সাফকাত শরীফ গণমাধ্যমকে জানান, উক্ত বিষয়টি তাদের নজরে এসেছে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক এনায়েত হোসেন জানান, গোয়েন্দা পুলিশ গোপনে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেবেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE