কাগজ প্রতিবেদক।।ভোলায় চরম অর্থনৈতিক সংকটে মেলার নামে জুয়ার আয়োজন করে ব্যাবসায়িক আতংক ছড়ানোর অভিযোগ এনে মেলা বন্ধ করার জন্য ভোলার জনপ্রিয় দৈনিকের সম্পাদক মাকসুদুর রহমান তার নিজস্ব ফেইজবুকে একটি সময়োপযগী সচেতনামূলক লেখা দিয়েছেন। তার লেখাটি ভোলা নিউজের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো—“গেল তিন বছর ভোলার ব্যবসায়ীরা করোনার ধকলে বিধ্বস্ত। ব্যাংক সুদ আর মহাজনের দেনা দিতে গিয়ে অনেক ব্যবসায়ীর মুলধন হারাতে হয়েছে। ঠিক সেই মুহুর্তে এই মেলা বসিয়ে ভোলার ব্যবসা মহলে আরেকটি আতংক ছভ়ানো হচ্ছে। এমনিতেই মানুষের নুন আনতে পান্তা ফুরায় অবস্হা তার মধ্যে আবার মেলায় লটারির নামে জুয়ার ব্যবসা।করোনা প্রাদুর্ভাবের আগে এমনই এক মেলায় জুয়ার থাবায় ভোলার ব্যবসা বানিজ্য যেমন ধ্বংস হযেছিলো তেমনি হয়েছিলো স্হানীয় যুব সমাজ।বেড়ে গিয়েছিলো দোকান,বাসা বাভ়িতে চুরির প্রভাব।ভোলা সদর সহ জেলার স্হানীয় ব্যবসা বানিজ্যে ও যুব সমাজের দিয়ে তাকিয়ে এই মেলা বন্ধ করার অনুরোধ করছি ভোলার অভিবাবক তোফায়েল আহমেদ এমপি,জেলা প্রশাসক,পুলিশ সুপার এবং জেলা পরিষদের চেয়ারম্যান’কে।”
ভোলা নিউজ / টিপু সুলতান