ডেস্ক রিপোর্ট।। বড় বোন নরমীন মোবাশ্বেরার পরে ছোট ভাই আশিকুজ্জামান সায়েম ও চান্স পেয়েছেন সরকারি মেডিকেল কলেজে। আজ মেডিকেল পরীক্ষার ফলাফল ঘোষণায় ভোলার ছেলে সায়েম যশোর মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন। আগে বড় ভোন নর্মিন পটুয়াখালী মেডিকেলে ভর্তি সুযোগ পেয়ে সে এখন ফাইনাল ইয়ারের পড়াশোনা করছেন। এই দুই ভাগ্যবান সন্তানের অভিভাবক আদর্শ পিতা সাবেক বিডিয়ার সদস্য ভোলার সকলের প্রিয় ওমর ফারুক ভোলা নিউজ কে জানিয়েছেন তাদের পড়াশোনার ব্যাপারে মা রাবিয়া সুলতানা’র অবদান সবচেয়ে বেশি। কর্মসংস্থান ব্যাংকে চাকুরীর পরেও সন্তানদের পড়াশুনা নিয়ে তিনি বিশেষ সতর্ক ছিলেন বলেই আজকে এই ভালো ফলাফল এসেছে। ভোলার সকলের কাছে সন্তানদের জন্য দোয়া চেয়েছেন এই আদর্শ পিতা ওমর ফারুক।
ভোলা নিউজ / টিপু সুলতান