ভোলায় বঙ্গবন্ধুর ভাষণে মঞ্চ কাপানো শিশুবন্ধু তাহমিদ, ভাষণের সেরা পুরস্কার অর্জন!

 

ডেস্ক রিপোর্ট।।
ভোলায় ৭ই মার্চ বঙ্গবন্ধু শিশু ও কিশোর মেলায় বঙ্গবন্ধুর ভাষণে মঞ্চ কাপানো শিশু বন্ধু তাওহিদ হোসেন ফের নতুন চমক দেখিয়ে ভাষণে সেরা পুরষ্কার প্রাপ্ত হন। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ১৮ মিনিটের ভাষণকে উপস্থিতি অতীতের সামনে তুলে ধরে পুরো মঞ্চকে মনমুগ্ধকর করে তোলেন তাহমিদ।৷ তাহমিদ হোসেন ভোলা শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কালেক্টরেট স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। পড়াশুনার পাশাপাশি উপস্থাপনা, আবৃতি, উপস্থিত বক্তব্য, মঞ্চ ভাষণ, ইসলামিক সংগীত, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা মুলক কার্যক্রমে তাহমিদের ব্যাপক প্রতিভা রয়েছে। ব্যাপক ডানপিটে তাহমিদ মেধাও প্রতিভাকে কাজে লাগিয়ে ইতোমধ্যে অর্জন করেছে শেরেবাংলা সাধারণ বৃত্তি পুরস্কার, বিজ্ঞান কুইজ পুরস্কার, উপস্থিত বক্তব্য পুরস্কার, জাতীয় অনলাইন কুইজ পুরস্কার, কিশোর কন্ঠে জাতীয় পর্যায়ে সম্মাননা গ্রহণ, জাতীয় শিশু পুরস্কার ২০২২, জাতীয় শিশু পুরস্কার ২০২৩, অলিম্পিক পুরস্কার, বঙ্গবন্ধু কুইজ সেরা পুরস্কার। তার সাফল্য নিয়ে সহপাঠী, অভিভাবক ও শিক্ষক মহলের মধ্যে ব্যাপক আলোচনায় রয়েছে তাহমিদ আরাপ।

উল্লেখ্য তাহমিদ হোসেন ১১ নভেম্বর ২০১১ সালে ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ বেলাল হোসেন ফাতেমা খানম কলেজে সমাজকল্যাণ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। তার মা কামরুন নাহার রেশমা একজন ধার্মিক মুসলিম নারী ও পেশায় একজন গৃহিণী।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE