ভোলায় প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারদের সংবাদ সম্মেলন।

নিজস্ব প্রতিবেদক।।

ভোলায় জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী বিরুদ্ধে

ভোলার সদর উপজেলার জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো: মাসুম বিল্লাহ বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ঠিকাদাররা।আজ বুধবার দুপুরের দিকে ভোলা প্রেসক্লাবে ঠিকাদার আশরাফুল আলম সংবাদ সম্মেলনে বলেন,  নিজ জন্মস্থান ও কর্মস্থল একই জায়গায় হওয়ায় বিভিন্ন সময়ে ঠিকাদারদের পেশি শক্তির হুমকী ধামকী এবং অফিস স্টাফদের সাথে প্রভাবখাটিয়ে থাকেন উপ-সহকারী প্রকৌশলী মো: মাসুম বিল্লাহ।একক আধিপত্য বিস্তার, ঠিকাদারদের কাছ থেকে নিরপদ পানি সরবরাহ প্রকল্পের সাইট লিস্ট, রেজুলেশন, সাইট হ্যান্ডওভারসহ বিভিন্ন সময়ে অজুহাদে ঠিকাদারদের চাপ দিয়ে টাকা আদায় করেন।

তিনি আরো বলেন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো: মাসুম বিল্লাহর বিরুদ্ধে সীমাহীন অফিসিয়াল দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা দিয়ে উর্ধ্বতন কর্মকর্তার আদেশ অমান্য করা ক্ষমতার দাপট দেখিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ র্দীর্ঘদিনের।  সে নিজের দুর্নীতি আর অপকর্ম ঢাকতে ৫ আগষ্টের পর রাতারাতি আওয়ামী লীগের খোলস বদলিয়েছেন। গত ১ ডিসেম্বর জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো: মাসুম বিল্লাহ ইলিশ বাড়ি রির্সোটে সংবাদ সম্মেলনে সে নিজেকে জুলাই-আগস্টের গণঅভ্যুথানে অংশ নেওয়ার দাবী করেন। যা সম্পূর্ণ ভূয়া, মিথ্যা ও বানোয়াট। তার এমন দাবী আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ঠিকাদার মো: আতিকুর রহমান, মীর তানু, মো: জসিম উদ্দিনসহ প্রমূখ।

এদিকে আরআগে গত ১ ডিসেম্বর ইলিশ বাড়ি রির্সোটে সংবাদ সম্মেলনে সদর উপজেলার জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো: মাসুম বিল্লাহ অভিযোগ করে বলেন, সরকারি চাকরি করেই তিনি জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুথানে সরাসরি অংশ গ্রহণ করেছেন। এজন্য ক্ষিপ্ত হয়ে ৫ আগষ্টের পর থেকে  জনস্বাস্থ্য অধিদপ্তরের ভোলা জেলার নির্বাহী প্রকৌশলী এসএম মাহামুদ রহমান তার বিরুদ্ধে  ভুয়া ভিত্তিহীন অভিযোগ করে গোপনে তার বিরুদ্ধে বেআইনি উপায়ে তদন্ত করেন তাকে ফাঁসাতে চষ্টা করেন। এছাড়াও ঠিকাদারদের দিয়ে সে তার বিরুদ্ধেও ষড়যন্ত্র করছেন বলে দাবী করে ওই সংবাদ সম্মেলনে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE