ভোলায় পুলিশের অভিযানে পাঁচদিনে নিখোঁজ শিক্ষার্থী উদ্ধার

মনজু ইসলামঃনিখোঁজের পাঁচদিন পর ভোলার সুযোগ্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর নির্দেশক্রমে (ওসি) এনায়েত হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক আরমান হোসেনের নেতৃত্বে একদল জোকস পুলিশের সহযোগিতায় ঢাকা ও গাইবান্ধা থেকে দুই স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ।উদ্ধারকৃত দুই স্কুল ছাত্রীর নাম রিমা আক্তার ও সুমনা আক্তার।
সদর উপজেলার আলীনগর ইউনিয়ন ছিফলী গ্রামের মো. হোসেনের মেয়ে রিমা ও সুমনা একই এলাকার মো. আমির হোসেনরে মেয়ে। রিমা মনেজা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও সুমনা স্থানীয় জামিরালতা ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী বলে যানাগেছে। এদিকে গত ৬ জুন রিমা ও সুমনা তাদের বাড়ি থেকে নিখোঁজ হয়। এর মধ্যে অনেক খোঁজাখুঁজি করে খবর না পাওয়া গেলে পরিবারের পক্ষ থেকে ভোলা থানায় দুইটি নিখোঁজ ডায়েরি করেন।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, উদ্ধার হওয়া ভিকটিমরা মোবাইলে প্রেমের সম্পর্ক করে বাড়ি থেকে চলে যায়। পরে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।অভিযানের নেতৃত্ব দেওয়া পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আরমান হোসেনে বলেন, পুলিশ সুপারের নির্দেশক্রমে আমরা নিরলসভাবে কাজ করে দ্রুত সময়ের মধ্যে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশের একটি টিম, র‌্যারসহ গাইবান্ধা জেলার পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগর ও গাইবান্ধায় অভিযান পরিচালনা করে সুমনা আক্তারকে গাইবান্ধা জেলা ও রিমা আক্তারকে ঢাকা থেকে উদ্ধার করা হয়।

SHARE