ভোলায় জেলে পল্লীতে নেই ঈদের আনন্দ।

।। মোঃ আরিয়ান আরিফ ।।

মৌসুম শুরু হলেও ইলিশের দেখা মিলছে না ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে। এতে অভাব-অনটন আর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন জেলেরা। ইলিশ মাছ না পাওয়ায় তাদের পরিবারে এবার ঈদের কোনো আনন্দ নেই। লোকসান গুনছেন আড়তদার ও পাইকাররা। অনেক জেলেই দেনার দায় নিয়ে চরম সংকটের মধ্যে পড়ে পালিয়ে বেড়াচ্ছেন। মৎস্য বিভাগ জানিয়েছে, হতাশ হওয়ার কিছু নেই, বৃষ্টি কম থাকায় নদীতে মাছ কম পড়ছে। বৃষ্টি শুরু হলে মাছ ইলিশের দেখা মিলবে বলে তারা আশা করছে। টানা দুই মাস ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছ ধরা নিষেধ ছিল। ৩০ এপ্রিল ওই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তিন মাস পেরিয়ে গেলেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ধরা পড়ছে না রুপালি ইলিশ। সারাদিন জাল ফেলে যে পরিমাণ মাছ ধরা পড়ছে তা দিয়ে খরচ উঠছে না ।
জেলেদের আশা ছিল এবারের বেশ বৃষ্টি হবে। প্রচুর ইলিশ ধরা পড়বে তাদের জালে। প্রচুর ইলিশ পাবে আর তা বিক্রি করে ঈদে সবার জন্য নতুন নতুন জামা কাপড় শাড়ি লুঙ্গি কিনবে। সবার মুখে হাসি ফোটাতে পারবে। এবারের ঈদ বয়ে আনবে অনাবিল আনন্দ। কিন্তু চিত্রটি সম্পূর্ণ উল্টো। নদীতে মাছ নেই। তাই ওই জেলে পরিবারে এবার ঈদের কোনো আনন্দ নেই। জেলেদের জালে ইলিশের দেখা নেই। তাই ভোলা উপকূলের ১২৭টি ঘাটে ঘাটে নোঙ্গর দেওয়া জেলেদের নৌকা ও ট্রলার অপেক্ষা করছে। আড়তে অলস সময় পার করছেন আড়তদাররা। দু-এক ঝুড়ি মাছ ঘাটে আনা হলেও আগের মতো নেই হাঁকডাক। জেলের সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরাও হতাশ।

SHARE