ডেস্ক রিপোর্ট।। ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ছাত্রলীগের সাধারন সম্পাদকের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা বিএনপির ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন জেলা ছাত্রলীগ। আজ বুধবার সকালে ভোলা প্রেসক্লাবে ভোলা জেলা ছাত্রলীগের আয়োজনে সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ এমন অভিযোগ করেন।তিনি আরো অভিযোগ করে বলেন, লালমোহনে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিনের বাড়ি। আর বিএনপিরা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সুনাম নস্ট করতে চক্রান্ত করছে। বিএনপি পরিকল্পিত ভাবে বাহির থেকে বোমো বা ককটেল নিক্ষেপ করে ত্রাস সৃষ্টি করতে এই কাজ করেছে বলেও অভিযোগ করেন ছাত্রলীগ।তিনি আরো অভিযোগ করে বলেন, বিএনপিসহ একটি মহল বোমা বা ককটেল বিস্ফোরণের ঘটনার সাথে ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জয়ের সম্পৃক্ততার মিথ্যে অভিযোগ করলেও তা সম্পূর্ণ ভিত্তিহিন। কারণ গত ২০ নভেম্বর থেকে সে ঢাকায় অবস্থান করে স্থানীয় সংসদ সদস্যের মনোনয়নপত্র জমাদান অনুষ্ঠানে অংশ নেন।এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক হাসিব মাহমুদ হিমেল, সদর উপজেলা ছাত্র লীগের সভাপতি নেওয়াজ শরীফ কুতুব, সাধারন সম্পাদক সালমান গোলদারসহ জেলা ও উপজেলা ছত্রলীগের নেতৃবৃন্দ ।এদিকে আজাহার ও নিহতের পরিবারের অভিযোগ, গত সোমবার রাত ১১ টার দিকে লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি মো: আজাহারের বাড়িতে ককটেল নিক্ষেপ করেন একদল দুর্বৃত্তরা। এসময় ককটেলে গুরুতর আহত হন ওই বাড়িতে বেড়াতে আসা মো: মনির বয়াতী ও মো: ফিরোজ। পরে আহতদের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে প্রাথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থায় গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের ঢাকায় নেওয়া পথে ভোলা সদরের ভেদুরিয়া এলাকায় আহত মনির বয়াতীর মৃত্যু হয়। এছাড়াও আহত ফিরোজকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহত মনির বয়াতীর ছেলে মো: বেলাল হোসেন বিস্ফোরণ আইনে বাহির থেকে ককটেল নিক্ষেপ করে হত্যার অভিযোগে লালমোহন থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ভোলা নিউজ / টিপু সুলতান