ভোলায় ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

ভোলা প্রতিনিধি। তীব্র তাপদাহ থেকে বাঁচতে ও টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ভোলায় ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল)দুপুর ১ টার দিকে ভোলা সরকারি কলেজ প্রঙ্গনে ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ এবং সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল নেতৃত্বে ভোলা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে ১০০ গাছ রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। এ সময় জেলা ছাত্রলীগ,উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে ভোলা জেলার বিভিন্ন উপজেলা ও কলেজে বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। ভোলা জেলায় ১৩ হাজার বৃক্ষ রোপন করা হবে বলে জানান।ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশব্যাপী তীব্র তাপপ্রবাহে জীবন যাত্রায় বিরুপ প্রভাব পড়েছে। কঠিন হয়ে পড়েছে জীবিকা নির্বাহ করা। কঠিন এই পরিস্থিতিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ভোলাতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE