ডেস্ক রিপোর্ট : ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় সরকারী অনুমতি ও বৈধ কাগজপত্র না থাকায় জেনারেল ডায়াগনস্টিক এন্ড ডক্টরস্ চেম্বার নামক একটি প্রতিষ্ঠান সিলগালা ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানা সদর বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন, চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ। এসময় তার সাথে স্থানীয় প্রশাসন উপস্থিত ছিলেন।ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সালেক মূহিদ বলেন, মঙ্গলবার দুপুর উপজেলার দক্ষিণ আইচায় অভিযান চালিয়ে সরকারী অনুমতি এবং বৈধ কোন কাগজপত্র না থাকায় জেনারেল ডায়াগনিস্টিক এন্ড ডক্টরস্ চেম্বার নামক একটি প্রতিষ্ঠানকে সিলগালা ও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরও বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ভোলা নিউজ / টিপু সুলতান