মনজু ইসলামঃ
ইলিশা ফেরিঘাট ভোলাসহ দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগের সহজ মাধ্যম এ ঘাট। প্রতিনিয়ত এই ঘাট দিয়ে যাতায়াত করছেন হাজার হাজার মানুষ। এত মানুষের ভিড়েও ভোলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশক্রমে অব্যাহত রয়েছে পুলিশের মাদক বিরোধী অভিযান। তারই ধারাবাহিকতায় ইলিশা ফেরিঘাট মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ ফেনীর মাদক ব্যবসায়ীকে আটক করে ইলিশা পুলিশ ফাঁড়ির সদস্যার। এ সময় অভিযান পরিচালনা করতে গিয়ে এ এস আই সুজন আহত হয়।
আজ রবিবার বিকালে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেনের নির্দেশক্রমে ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন কুমার শীলের নেতৃত্বে এ এস আই সুজন ও মাইনুলসহ মাদক বিরোধী অভিযান করে মাদক ব্যবসায়ী মোঃ মির হোসেন (৪০) কে আটক করা হয়। তার কাছ থেকে ১কেজি গাঁজা মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ সময় মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে চাইলে এ এস আই সুজন আটক করতে গিয়ে আহত হয়েছেন।
আটকৃত মাদক ব্যবসায়ী ফেনী জেলার বারোয়াণী বাজার, মীলিয়া মাদ্রাসা, ৩নং ওয়ার্ড(খানে বাড়ী), ১নং শর্শদি ইউনিয়নের রহিম খানের ছেলে। আটকৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।