মনজু ইসলামঃ
ভোলার উত্তর দিঘলদী সততা ব্রীক ফিল্ডের পুকুরে চলছে বরশির টিকিটের নামে অভিণম প্রতারণা। ব্রিক ফিল্ডের মালিক হাসুন জমাদ্দার এই প্রতারণার ফাঁদ পেতেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী সৌখিন মৎস্যশিকারীর।
এ বছর তিন ধাপে বরশির টিকিট দিয়েছেন এই প্রতারক মালিক। প্রতি ধাপে ৩০ টি করে টিকিট দিয়েছেন। যার প্রতিটি মূল্য ৫ থেকে ৭হাজার টাকা। প্রত্যেক ধাপে কয়েক লক্ষাধিক টাকা লুটে নিলেও বরশি শিকারীরা তেমন উল্লেখযোগ্য কোন মাছ পায়নি। এই প্রতারক চক্রের প্রতারণার শিকার ভোলা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইরফানুর রহমান মিথুন মোল্লা ভোলা নিউজকে জানান, সততা ব্রিক ফিল্ডের মালিক হাসুন জমাদ্দার প্রতি বছর এ ধরনের টিকিটের নামে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিলেও বরশি শিকারীরা টিকিটের দামসহ ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ করে প্রতারণার শিকার হচ্ছেন সৌখিন মৎস্যশিকারীর।
সরকারি অনুমতি ছাড়া এ ধরনের অভিনব প্রতারণার প্রতারকদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সৌখিন মৎস্যশিকারীর।