মনজু ইসলামঃ ১১ দফা দাবীতে নৌ-শ্রমিকদের ডাকা ধর্মঘটে ভোলা-ঢাকা ও ভোলা- বরিশাল রুটসহ সকল অভ্যন্তরিণ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। জেলার অভ্যন্তরীন সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারন যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে পার হচ্ছেন ছোট ট্রলার ও স্পীড বোটেযোগে চড়ে।
ভোলার নৌযান শ্রমিকরা জানায়, মালিক পক্ষ ও সরকার কয়েকবার আশ্বাস দিয়েও তাদের দীর্ঘদিনের ন্যায দাবী গুলো বাস্তবায়ন করেনি। তাই দাবী আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চালিয়ে যাওয়া হবে।
যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, নৌ শ্রমিকদের ধর্মঘটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় তাদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া, ঘন্টার পর ঘন্টা ঘাটে বসে থাকার পরেও মিলছে না যাতায়াতের কোনো ব্যবস্থা। এই ধর্মঘটের কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে। শ্রমিকদের সাথে আলোচনা করে দ্রুত লঞ্চ চলাচল স্বাভাবিক করার জন্য সরকারের কাছে জোড় দাবী জানিয়েছেন ভোলার ভেদুরিয়া ঘাটে ভোগান্তিতে পরা বরিশালগামী যাত্রীরা।