মনজু ইসলামঃভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার সময় ২০ জেলে আটক করেছে মৎস্য বিভাগ ও পুলিশ সদস্যরা। এসময় জেলেদের কাছ থেকে প্রায় ২০ কেজি ইলিশ, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৬ টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।আজ শুক্রবার (২৩ এপ্রিল) সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।ভোলা সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত ২০ জেলেকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ১৭ জেলেকে ৩ হাজার করে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়। এবং বাকী ৩ জেলের বয়স কম হওয়ায় তাদের মুক্তি দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। এছাড়াও জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত ট্রলারের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।তিনি আরো জানান, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল ইলিশের আভয়শ্রম হওয়ায় ভোলার ১৯০ কিলোমিটার নদীতে সব ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়াও পরিবহন, বিক্রি, বাজার জাত মজুতের উপরও রয়েছে নিষেধাজ্ঞা।