ভেলুমিয়া ফাঁড়িতে ইন্সপেক্টর মইনুল ইসলাম এর যোগদান

 

 

মনজু ইসলাম ঃ
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইন্সপেক্টর মইনুল ইসলাম। গত ২৫ শে আগস্ট ২০২০২ তারিখে ভেলুমিয়া ফাঁড়িতে যোগদান করেন।

এর আগে মইনুল ইসলাম ঢাকায় সিআইডিতে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি ঢাকার ডিবি, এসবিতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার পাশাপাশি সুডানে ১বছর সরকারি মিশনে ছিলোন।

এসময় ইনচার্জ মইনুল বলেন, পুলিশের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার পাশাপাশি ভোলার পুলিশ সুপার সরকার মোঃ কায়সার স্যারের দিকনির্দেশনা ভেলুমিয়া ও ভেদুরিয়া বাসির পাশে থেকে কাজ করে যাবে এবং এই দুই এলাকার সকল ধরনের অপরাধমুক্ত করাটাই হবে আমাদের মূল লক্ষ। মাদক, বাল্যবিবাহ সহ সকল ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ করে সকলের সম্মিলিত সহযোগিতায় একটি সুন্দর সমাজ গড়ার দায়িত্বে কাজ করাটাই হবে আমার মূল লক্ষ।

SHARE