নিজস্ব প্রতিবেদক।।ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের একটি মারামারি মামলায় মাকসুদ খাঁ (৩৫) নামে একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে ব্যাংকের হাট বাজার থেকে ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম তাকে গ্রেফতার করে ।মামলার বাদী জুয়েল বলেন, ভেদুরিয়া ইউনিয়নের ৬নাম্বার ওয়ার্ডে ছাগলে ফসলি জমিতে ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি ঘটনা ঘটে।এতে ৪ থেকে ৫ জ গুরুতর অসুস্থ হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও ঢাকায় নেওয়া হয়। বর্তমানে গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন আলমগীর মাল ,কাদির মাল ও নাসিমা বেগম।মারামারির ঘটনায় গত বছরের ডিসেম্বর মাসের ১৫ তারিখে ভোলা সদর মডেল থানা একটি মামলা দায়ের করা হয়। দালকৃত মামলাটিতে মারামারির ঘটনায় যারা অংশ নিয়েছেন তাদেরকে আসামি করা হয়। এদের মধ্যে ১ নাম্বার আসামি মাকসুদকে আজ সকালে ব্যাংকেরহাট থেকে গ্রেফতার করা হয়।মামলার বাদী জুয়েল আরো বলেন , মাকছুদ ও তাদের আত্মীয়-স্বজন সঙ্ঘবদ্ধ হয়ে গত বছরের ডিসেম্বর মাসের ১২ তারিখে আমাদের বাড়িতে এসে রড, লাঠিসোঁটা সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে হামলা চালায়।হামলায় মারাত্মক জখম হয়ে আমাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়।গ্রেপ্তারকৃত মাকসুদ ভেদুরিয়া ইউনিয়নের ৬নাম্বার ওয়ার্ডের মো. সাহিদ খাঁ’র ছেলে।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির মিঞা জানান, ভেদুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড একটি মারামারির ঘটনার এজাহারভুক্ত আসামি মাকসুদ কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
ভোলা নিউজ / টিপু সুলতান