ষ্টাপ রিপোর্টার ঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যারা ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র করছে তারা সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী না। যারা ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র করছে বাংলার মানুষ আজ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। আজ সোমবার সকালে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ভোলা জলা আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধনে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এ সময় তোফায়েল আহমেদ বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে সংবিধান পরিবর্তন করে ধর্মভিত্তিক রাজনীতি শুরু করেছিলেন। যার ফলশ্রুতিতে এই অবস্থা। জাতির জনক বঙ্গবন্ধু যুদ্ধপরাধীদের বিচারের কাজ শুরু করেছিলেন। যারা হত্যা, লুট, নারী ধর্ষণ, অগ্নিসংযোগ করেছিলেন বঙ্গবন্ধু তাদের ক্ষমা করেননি। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসে তাদেরকেও ক্ষমা করে দিয়েছে। যত দিন বাংলার মানুষ থাকবে তত দিন বাংলার মানুষের হৃদয়ের মণিকোঠায় জাতির জনক বঙ্গবন্ধু বিরাজ করবেন উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এমনকি পাকিস্তানেও ভাস্কর্য রয়েছে ইন্দোনেশিয়ার বালিতে শত শত ভাস্কর্য আছে।তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতা। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।