ডেস্ক রিপোর্ট।।
ফুটবল বিশ্বে জয়জয়কার চলছে আর্জেন্টিনার। ২০২১ সালে লিওনেল মেসিদের কোপা আমেরিকা জয়। ২০২২ সালে ফিনালিসিমা এবং বিশ্বকাপ জয়। সাফল্যের ধারাবাহিকতায় এবার কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের শিরোপা জিতলো আলবিসেলেস্তেরা। রোববার প্যারাগুয়েতে টুর্নামেন্টটির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা।ম্যাচ হারলেও শুরুতে লিডটা নেয় ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টিম। ম্যাচের ১২তম মিনিটে সেলেসাওদের এদিয়ে দেন আন্দ্রে। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় আর্জেন্টিনা। বেত্তনির গোলে সমতায় ফেরার পর ম্যাচের শেষ মুহূর্তে জয়সূচক গোলটি করেন ক্যাসকো।পেরুকে ৩-০ গোলে হারিয়ে কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্ট শুরু করে আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ৬-০ গোলে উড়িয়ে দেয়।আলবিসেলেস্তেরা।তৃতীয় ম্যাচে ইকুয়েডরকে ৩-১ হারায় এবং গ্রুপপর্বের শেষ ম্যাচে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। সেমিফাইনালে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারায় আকাশী-সাদারা।ব্রাজিলও পেরুকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে। নিজেদের প্রথম ম্যাচে ১০-০ গোলের জয় পায় সেলেসাওরা। দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরকে ৪-০ গোলে, তৃতীয় ম্যাচে উরুগুয়েকে ৭-১ গোলে এবং শেষ ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। এরপর কলম্বিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায় সেলেসাওরা।শিরোপা জিতে আর্জেন্টিনা অধিনায়ক সান্তিয়াগো বাসিলে বলেন, ‘আমি মনে করি, আমার সতীর্থদের ভিন্ন একটি হৃদয় আছে। পেশাদারিত্বের বাইরেও শিরোপা জিতার প্রবল ইচ্ছা ছিল তাদের। এই শিরোপাটা আমাদের প্রাপ্য ছিল।’আর্জেন্টিনার আরেক খেলোয়াড় লুকাস গ্রান্দা বলেন, ‘আমাদের দলের একটা সুবিধা হলো, সবসময়ই আমরা ঐক্যবদ্ধ ছিলাম। (ফাইনালে) প্রথমার্ধে তেমন সুযোগ তৈরি করতে পারিনি আমরা। তবে দ্বিতীয়ার্ধে দুটি গোল পাই।’
ভোলা নিউজ / টিপু সুলতান