ব্যাংক কর্মকর্তার জন্য ভোলা জেলার পাত্রী চাই।।

 

বিশেষ প্রতিনিধিঃ
ভোলা নিউজের পাঠকদের জন্য পুরো বিজ্ঞাপনটি তুলে ধরা হলো……

পাত্রী চাই

পাত্র- মুসলিম, বাংলাদেশী, বয়স- ৪৮ (মাথায় টাক, চুল দাড়ি সবই পাঁকা), সরকারি ব্যাংকে কর্মরত। জন্ম স্থান: গ্রাম- হাকিমউদ্দিন, থানা- বোরহানউদ্দিন, জেলা-ভোলা, বাংলাদেশ। বর্তমান ঠিকানা: মহেস্বরপাশা, জিয়া কলেজের পিছনে দিঘির পূর্বপাড়, থানা: দৌলতপুর, জেলা- খুলনা। বাসা ভাড়া করে থাকা হয়। বৈবাহিক অবস্থা- বিবাহিত (লেট ম্যারেজ), সন্তানাদি – ১টি কন্যা সন্তান ( বয়স- ৫ বছর)। বিবাহের কারণ- (স্ত্রী কর্তৃক তালাক প্রাপ্ত)। পাত্রীর বিবরণ- উজ্জল শ্যামলা, মাঝারি গড়ন, অল্প শিক্ষিত, দরিদ্র পরিবার / ইয়াতিম, নামাজি, চরিত্রবান, পর্দাশীল। অবিবাহিত হতে হবে। আমার মেয়েটির মা হতে হবে- ভোলা জেলার পাত্রী হলে ভালো হয়। তবে অন্য জেলা হলেও আপত্তি নেই। পাত্রীর পরিবার হতে ১টি সুতাও গ্রহণ করা হবে না। যোগাযোগ- ০১৮১৪-৫৩৮৫০২।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE