বোরহানউদ্দিন নৌবাহিনীর অভিযানে তাবলীগ-জামাতের শতাধিক লোক আটক

মাসুদ রানা প্রতিনিধি ভোলা জেলা দক্ষিণ:-

ভোলার বোরহানউদ্দিনে নৌ-কন্টিনজেন্টের নৌবাহিনীর অভিযানে তাবলীগ জামাতের ৭০ ও অন্য ৬০ যাত্রী মিলিয়ে ১ শত ৩০ যাত্রী সহ ৪ চালককে আটক করা হয়েছে। ওই সময় নৌবাহিনী ৪ চালক সহ ৪ গণপরিবহণ আটক করে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর কাছে হস্তান্তর করেছে। শনিবার বিকাল সোয়া চারটার দিকে উপজেলার ডাইভারশন রোডে ভোলা নৌ কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নুর মোহাম্মদের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।

ভোলা নৌ কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নুর মোহাম্মদ জানান, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চরফ্যাশন থেকে রজনীগন্ধা পরিবহন-১(ঢাকা মেট্্েরা-ব-১৫-৫৮৩৭)তাবলীগ জামাতের ৭০ জন যাত্রী নিয়ে ভোলা সদর হয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এছাড়া রজনীগন্ধা-২(ঢাকা মেট্রো-ব-১৩-১১৯৫) বাসটি ঢাকা থেকে ৪০-৪৫ জন যাত্রী নিয়ে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। অন্য দুইটি মাইক্রোবাস(ঢাকা মেট্রো-ব-১১৭৫০৯)ও ঢাকা মেট্রো-প-২২-২৬০৪ ২০-২২ জন যাত্রী নিয়ে ভোলা সদরের দিকে যাচ্ছিল।

SHARE