বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবৈধ স্থাপনা

নিজস্ব প্রতিবেদনঃ

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর মূল গেটের ডানে এবং বামে গড়ে উঠেছে অবৈধ একাধিক দোকানপাট।

পৌরসভার ড্রেন এর উপর দিয়ে সাধারন মানুষ চলাচলের রাস্তা টুকু এই দোকান-পাট মালিকদের দখলে।

হাসপাতালে প্রবেশের মূল গেইটের ডান পাশে একটি ফার্মেসী এবং একটি ডাক্তারের চেম্বার আছে।

সূত্র মোতাবেক জানা যায় এই চেম্বার এবং ফার্মেসির ঘর ভাড়া বাবদ যে টাকা আসে তা হাসপাতালের মসজিদের উন্নয়নের কাজের জন্য ব্যবহৃত হয়।

এ ব্যাপারে ডাক্তার মশিউর রহমান শাদী বর্তমান ভারপ্রাপ্ত টি এস কে জিজ্ঞাসা করলে তিনি বলেন অবৈধ স্থাপনা মালিকদেরকে জিজ্ঞাসা করে তিনি তাদের ক্ষমতার তোপের মুখে পড়তে হয়েছিল।

বিষয়টি তিনি তার উপরোক্ত কর্মকর্তাদের জানিয়েছেন এবং সিভিল সার্জন বরাবর একটি প্রতিবেদন দাখিল করেছেন এবং বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার কে বিষয়টি তিনি অবগত করেছেন ।

কিন্তু এখনো কোনো ফয়সালা হয়নি। আমরা বিষয়টি ভোলা জেলার সিভিল সার্জন এবং বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি ।

আশা করি কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবে।

SHARE